তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ একটি কার্টুন বোঝাই পন্যবাহী গাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চড়ালো কাঁকসার জামডোবা এলাকায় ।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি । জানা গেছে বীরভূম থেকে একটি ছোট লরি কাঁকসার জামডোবা তে পৌঁছাতেই হঠাৎ করেই আগুন ধরে যায় ছোটো ওই পন্যবাহী গাড়িটিতে ।
কার্টুন বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে । খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।