সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলো পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। শনিবার বেলায় বর্ধমান শহরের নবাবহাট মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা।
প্রায় ৩০মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখার ফলে জাতীয় সড়ক জুড়ে গাড়ির লম্বা লাইন চোখে পড়ে। পরে বর্ধমান থানার পুলিশ এসে জাতীয় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল সচল করে।
এদিন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য বলেন, রাহুল গান্ধী কংগ্রেস ও বিরোধী জোটের মুখ। তাই সুরাত আদালতের রায় ঘোষণার পরই তড়িঘড়ি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়।
একজন সাংসদের সাংসদ পদ খারিজ করতে রাষ্ট্রপতি ও লোকসভার স্পীকারের অনুমোদন লাগে, কিন্তু তা না করেই এই পদক্ষেপ। এর থেকে পরিষ্কার এটা বিজেপির গভীর চক্রান্ত। এর প্রতিবাদে কংগ্রেস দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন চালাবে।