তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার গোপালপুরে।মৃত ব্যক্তির নাম সুনীল পাল।বয়স ৫০ বছর।পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে ওই ব্যক্তিকে নিজের ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ বাড়ির দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন পারিবারিক অশান্তির জেরেই মানষিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। এর পরই আজ সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।