সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- মঙ্গলবার থেকে গোটা রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেছেন পরীক্ষার্থীরা।রয়েছে নিরাপত্তার ব্যবস্থাও। বর্ধমান শহরের টাউন স্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। বর্ধমান থানার আই. সি সুখময় চক্রবর্তী সহ অন্যরা গোলাপ ফুল দিয়ে তাদের শুভকামনা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, জেলায় এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা। ছাত্র পরীক্ষার্থীর থেকে প্রায় ৭ হাজার ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বর্ধমান রিজিওনাল অফিস সুত্র জানা গেছে, এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০১৪৭ জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১৬৬৩৬ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫১১ জন। ছাত্রের তুলনায় ছাত্রী বেড়েছে ৬৮৭৫ জন। জেলার এবার মোট ভেনুর সংখ্যা ১০৫টি। এরমধ্যে মেন ভেনু ৪২ এবং সাব ভেনু ৬৩।