সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- সাত সকালে জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়লো।আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে ভর্তি করা হয়েছে বর্ধমানের একটি বেসরকারি নাসিংহোমে।
বরাকর কৃষ্ণনগর দূরপাল্লার বেসরকারি বাসটি কৃষ্ণনগর যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ফাগুপুর মোড়ে কাছে দুর্ঘটনার মুখে পড়ে।দুর্ঘটনায় কমবেশি ১২ জন যাত্রী জখম হয়। বাসটি ওভারটেক করতে গিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে।তাতে বাসের ইঞ্জিনের বাঁদিকে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান।পরে বর্ধমান থানার পুলিশ দুর্ঘটনাস্থলে যায়।বর্ধমান হাসপাতালে ৬ জন যাত্রী ভর্তি আছেন।পুলিশ ডাম্পার ও বাস দুটিকেই আটক করেছে।