তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কোনো উন্নয়নই হয় নি বুদবুদের রনডিহার ড্যামে। শনিবার ড্যাম পরিদর্শনে গিয়ে এমনটা অভিযোগ তুললেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া। তিনি বলেন রনডিহা ড্যামে বহু মানুষ আসেন ভ্রমনে। কিন্তু সেখানে কোনো উন্নয়ন হয় নি।
একটা সুন্দর জায়গা যেখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে।তবে তিনি ব্যক্তিগত ভাবে ওই এলাকায় যাতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তার উদ্যোগ নেবেন।এদিন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ড্যামে নৌকা নিয়ে দামোদর নদের জলে সাংসদ কে ঘুরতে দেখা যায়।
নৌকা থেকে নেমে দুই নৌকার মাঝিকে তিনি ৬০০ করে টাকা দিয়ে তাদের প্রণাম করেন।যদিও পঞ্চায়েত ভোটের আগে পুটটাই নাটক, প্রার্থী পাবে না বলে সাংসদ জন সংযোগ করতে বেরিয়েছে।এমনটাই অভিযোগ করেন চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য্য।
তিনি জানিয়েছেন পর্যটন কেন্দ্র নিয়ে রাজ্য যথেষ্ট তৎপর। সাংসদ পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার উদ্যেশ্যে এসেছেন। মানুষকে ভাওতা দিয়ে ভোটে জিতেছেন।মানুষ তার ভাওতাবাজি বুঝে গেছে।