Type Here to Get Search Results !

পরীক্ষা দিতে যাবার পথে জখম চার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী



 পরীক্ষা দিতে যাবার পথে জখম চার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের জামালপুরের জোৎশ্রীরামে দুর্ঘটনা ঘটে। তারা চিকিৎসার পর ধাতস্থ হলে হাসপাতালে পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়েছে।





জানা গেছে; ওই পরীক্ষার্থী চারজনই আদমপুর থেকে তাদের পরীক্ষা কেন্দ্র বেরুগ্রামে যাচ্ছিলেন বাইকে করে। একটি আলু বোঝাই ট্রাকটরের সাথে সংঘর্ষ হয়। তারা পরীক্ষাকেন্দ্রে এসে পৌছানো পর দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 





কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ; তাদের মধ্যে তিনজন অল্প আহত। একজনের থুতনির নিচে কেটে গেছে। একটু নার্ভাস হয়ে পড়েছিল। ভয় পেয়েছিল। হার্ট এবং অন্যান্য পরীক্ষায় তারা ঠিকই আছে দেখা আছে। যে একটু বেশি আহত তাকে ধাতস্থ করে তোলা হচ্ছে। সকলেই হাসপাতালে পরীক্ষা দেবেন। সে ব্যবস্থা করা হচ্ছে। 





জামালপুরের বিধায়ক অলক মাঝি জানান; প্রশাসন; পুলিশ ও শিক্ষকদের সাহায্যে ছাত্রদের পরীক্ষা দেবার বন্দোবস্ত করা হয়েছে।আহত চারজন ছাত্রের নাম; হেমন্ত ঘোষ; সায়ন ঘোষ; অরূপ মিদ্দা ও অমরেশ ঘোষ।নিজেরাই দুটি বাইকে করে তারা পরীক্ষা দিতে যাচ্ছিলেন।জোৎশ্রীরাম সমবায় সমিতির সামনে এই দুর্ঘটনায় পড়েন তারা।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad