তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ কাঁকসার দোমড়া গ্রাম সংলগ্ন কুনুর ব্রিজের কাছে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি মোটর সাইকেল নিয়ে ইলামবাজার থেকে দোমড়া আসার পথে কোনো গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।সংঘর্ষের ওই ব্যক্তি রাস্তার ধারে ছিটকে পড়ে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলা কালীন তার মৃত্যু হয়।
দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।মৃতের নাম জানা যায় নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি কাঁকসার সুন্ধিয়ারা গ্রামের বাসিন্দা।