সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- জাতি ধর্ম নির্বিশেষে ২৪ প্রহরের মাধ্যমে কাঁকসার হাট তলায় মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয় নগর কীর্তন।গত দু বছর ধরে কাঁকসা হাট তলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গা পুজো প্রাঙ্গনে ২৪প্রহর অনুষ্ঠিত হয়।সোমবার অধিবাস শেষে মঙ্গলবার বের হয় নগর কীর্তন।
হাটতলা, মনসাতলা সিংপাড়া, গাঙ্গুলি পাড়া ঘুরে নগর কীর্তন শেষ হয়। এদিন নগর কীর্তনের সাথেই দোল উৎসবে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা বৈশাখী বন্দোপাধ্যায় জানিয়েছেন ২৪ প্রহর উপলক্ষ্যে তাদের এই নগর কীর্তন,এই নগর কীর্তনে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরা যোগ দেন।
মঙ্গলবার দুপুরে কয়েকশো মানুষের জন্য নর নারায়ণ সেবার আয়োজন করা হয়।তার পরেই শুরু হয় নগর কীর্তন।নগর কীর্তনের মধ্যে দিয়েই তারা একে অপরকে আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করেন।