তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার সাড়ম্বরে পালিত হলো কাঁকসায় বসন্ত উৎসব।কাঁকসা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে কাঁকসার মোল্লা পাড়া থেকে এদিন সকাল ৮টা নাগাদ একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।মোল্লা পাড়া থেকে এই প্রভাত ফেরি কাঁকসার হাট তলায় শেষ হয়।
এর পর রবীন্দ্র সংগীতের সাথে নৃত্যের পাশাপাশি একে অপরকে নানান রঙের আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করেন সকলে।উদ্যোক্তারা জানিয়েছেন তাদের এই উৎসব তৃতীয় বছরে পদার্পন করলো।
শান্তিনিকেতনের বসন্ত উৎসবের অনুকরণে এলাকার মানুষকে আনন্দ দিতে গত ৩বছর আগে তারা এই বসন্ত উৎসব শুরু করেছিলেন।অনুষ্ঠানে এলাকার বহু মানুষ,পড়ুয়ারা এলাকার বিশিষ্ট চিকিৎসক শিক্ষক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।