তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুদবুদের শালডাঙ্গা এলাকায়।মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা ডিভিসির সেচ খালের জলে মৃতদেহটি ভেসে থাকতে দেখে বুদবুদ থানার পুলিশকে খবর দিলে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসীর অনুমান মৃতদেহটি সেচ খালের জলে অন্য কোন জায়গা থেকে ভেসে এসছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।পাশাপাশি মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বুদবুদ থানার পুলিশ।