তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নয় দফা দাবিকে সামনে রেখে বুদবুদ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার গোলসি এক নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা।এদিন ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেন বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি জয় গোপাল দে, পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না, জেলা সম্পাদক দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্যরা।
বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি জয় গোপাল দিয়ে জানিয়েছেন রাজ্যজুড়ে আবাস যোজনার দুর্নীতি চলছে বহু মানুষ এখনো পাকা বাড়ি করার টাকা পায়নি।দ্রুত যাতে গরীব মানুষ মাথার উপর চাঁদ পায় সেই দাবিসহ ১০০ দিনের কাজ চালু, বাড়ি বাড়ি জল সরবরাহ সহ মোট নটি দাবিকে সামনে রেখে তারা গলসি এক নম্বর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন।