তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- স্ক্র্যাপ আয়রন পাচারের অভিযোগে কাঁকসায় ধৃত দুই যুবক।ধৃত দুই যুবকের নাম শেখ সাদ্দাম ও শেখ আক্তার। ধৃত দু জনের বাড়ি কাঁকসার শেখ পাড়া এলাকায়।ধৃত দুই জনকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই জন আজ ভোর রাত্রে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় লোহার স্ক্র্যাপ আয়রন পাচার করার সময় পুলিশের টহলরত ভ্যানের পুলিশ কর্মীদের সন্দেহ হলে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি দেখে তাদের তল্লাশি করে দুই জনের কাছ থেকে মোট ৫২ কেজি লোহার স্ক্র্যাপ আয়রন উদ্ধার করে পুলিশ।দুই জনকে গ্রেফতার করে আজ দুপুরে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।