তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- শিব পার্বতীর বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠলেন পানাগড়ের বাসিন্দারা।শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পানাগর বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের বর যাত্রী।বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হওয়া বর যাত্রীদের শোভাযাত্রায় অংশ নেন পানাগরের বাসিন্দারা।
পানাগর বাজারের শিব সেবা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর যাত্রীদের শোভাযাত্রা পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উড়িয়া বাবার মন্দিরে এসে পৌঁছালে সেখানেই হিন্দু শাস্ত্র মতে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এদিন রীতিমতো ভোজের আয়োজন করা হয়।কয়েক হাজার মানুষ এদিন উড়িয়া বাবার মন্দির প্রাঙ্গনে বিয়ের অনুষ্ঠান দেখতে ও বিয়ের ভোজ খেতে হাজির হন।