তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রায় ৫০০ বছরের পুরাতন কাঁকসার রথ তলার কংকেশ্বরী শিব মন্দির।শিবরাত্রি উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় শিবের মন্দিরে পুজোর অনুষ্ঠান।পঞ্জিকার নিয়ম মেনেই শনিবার সন্ধ্যা ছটা থেকে শিবের পুজোর পাশাপাশি শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান এলাকার বাসিন্দারা।
রথতলা, হাটতলা মনসা তলা, নন্দী পাড়া, সিংপাড়া সহ বিভিন্ন এলাকার মহিলারা শিব মন্দিরে ভিড় করেন। শনিবার সারা রাত ধরে মন্দিরে পুজো আয়োজনের করা হয়েছে।পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রির উপবাস ভাঙ্গার জন্য বহু মানুষ মন্দিরে ভিড় জমাবেন। তাই কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আগে থেকেই মন্দির চত্বরে কড়া নজরদারিতে মোতায়েন রয়েছেন কাঁকসা থানার পুলিশ কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনেকেই শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রির উপবাস ভাঙ্গার পাশাপাশি অনেকেই পরিবারের কল্যানে শিবের কাছে নানান আবেদন নিয়ে ভিড় জমান।কংকেশ্বর রাজার আমলে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দির কে ঘিরে নানান ইতিহাস রয়েছে।
প্রাচীন এই মন্দিরে বহু মানুষ তাদের মনস্কামনা নিয়ে আসেন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। করোনার জন্য দু বছর তেমন ভাবে পুজোর আয়োজন করা হয় নি।তাই এবছর সাড়ম্বরে পুজোর আয়োজন করা হয়েছে। তাই সন্ধ্যা গড়িয়ে রাত যত বাড়তে থাকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ততই বাড়তে থাকে।