তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য পানাগড় গ্রামের চোবরেস্বর শিব মন্দিরে শনিবার রাত্রে কয়েক হাজার ভক্ত ভিড় জমান।রাত যত বাড়তে থাকে ভক্তদের ভীর ততই বাড়তে থাকে।
পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন এ বছর পঞ্জিকা মতে সন্ধ্যা থেকে পুজোর শুরু। পাশাপাশি করোনার জন্য দু'বছর তেমন ভাবে পুজোর আয়োজন না করা হলেও এ বছর মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন পূজোর উদ্যোক্তারা। সন্ধ্যা থেকেই ভক্তের ভিড় জমতে শুরু করলেও রাত যত বাড়তে থাকে হাজারেরও বেশি সংখ্যায় ভক্তরা ভিড় জমান শিবের মাথায় জল ঢালার জন্য মন্দির প্রাঙ্গনে।
শনিবার রাত্রে প্রাচীন শিব মন্দিরের প্রাঙ্গনে উপচে পড়ে ভক্তদের ভিড়।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জাগ্রত এই শিব মন্দিরের ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে শিবের মাথায় জল ঢালেন।পানাগড় গ্রাম সহ আশেপাশের বহু গ্রামের মানুষ এই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। শিবের মন্দিরে পূজা উপলক্ষে আগামী কয়েক দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে।