তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড়ের রেলপাড় শ্মশানকালী মন্দিরের বাৎসরিক পূজোর সূচনা হলো শনিবার সকাল সাড়ে দশটায়।এদিন ফিতে কেটে পুজোর সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন দোমড়া রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ বিশিষ্টজনেরা।
এদিন পানাগরের রণডিহা মোড় সংলগ্ন কালী মন্দির থেকে কয়েকশো মহিলা ঘটে জল নিয়ে কলসযাত্রা শুরু করেন।।সেই কলস যাত্রা রেলপারের শ্মশান কালী মন্দিরে এসে শেষ হয়।কালীমন্দিরে পূজোর সূচনার পর কালীমন্দির সংলগ্ন শিব মন্দিরে শিব লিঙ্গে জল ঢালেন মহিলারা।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও তারা পুজোর আয়োজন করেছেন। মহা ধুমধামে পুজোর আয়োজন করার পাশাপাশি নানান অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে এবছর।