সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের পাল্লা রোডের জনবহুল এলাকা থেকে শনিবার ভোরে একটি টোটো চুরি হওয়ার ফলে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।পাল্লা রোডের কৌশিক ঘোষ নামে ওই ব্যবসায়ীর দোকান থেকে ওই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
তিনি জানান ; প্রতিদিন দোকানের সামনে তার টোটো রাখা থাকে। সকালে চালক এসে সেটি নিয়ে যায়। আজ সকালে তার ছেলে টোটো দেখতে না পেয়ে তার বাবাকে জানায়। তিনি থানায় অভিযোগ করবেন। এতে তিনি ভীষণ চিঞ্চিত।।নিরাপত্তার অভাব বোধ করছেন। দোকানের সি সি টিভি ফুটেজে দেখা যাচ্ছে; রাত ২.৫৯ মিনিট থেকে ৩.১৬ র মধ্যে বেপরোয়া চোরেরা ওই চুরি করেছে। মালিক চান এই ঘটনার কিনারা হোক।