সংবাদদাতা ,পূর্ব বর্ধমান:- শিবরাত্রি উপলক্ষে শনিবার সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে বর্ধমানের ১০৮ শিব মন্দিরে। বর্ধমান শহর বা শহরতলি নয় গোটা জেলার পাশাপাশি ভিন জেলার বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন।
বর্ধমান শহরের উপকন্ঠে নবাবহাটে মহারানি বিষণকুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল।শিবরাত্রি উপলক্ষে সাত দিনের মেলা বসে মন্দির প্রাঙ্গণে।
দিনভর অগণিত ভক্তের সমাগম হয় ইতিহাস প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে একশো আটটি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন।
নামে একশো আট শিব মন্দির।বাস্তবে এখানে আছে একশো ন'টি মন্দির । বর্ধমানের একশো আট মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। ।