তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- এক মহিলার মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুর গোঁসাই ডাঙ্গায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন মৃত ওই মহিলার নাম সন্ধ্যা হাঁসদা।৩৫ বছর বয়সি মৃতা সন্ধ্যা হাঁসদা গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যায়।
শুক্রবার দুপুর বারোটা নাগাদ এলাকারই একটি জলাশয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
কিভাবে ওই মহিলার মৃত্যু ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়।