তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল দুজন।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কাঁকসার রাজবাঁধ চটি এলাকায়। দু'নম্বর জাতীয় সড়কের উপর।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বাসিন্দা শুভজিৎ মাকুর এবং কোয়না ভট্টাচার্য নামের দুই মোটরসাইকেল আরোহী। বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে একটি লরিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুইজন। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে শুভজিৎ মাকুর কে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এবংকোয়না ভট্টাচার্য নামের মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেলটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।