তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক জন।শনিবার সকাল ১১টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় কাঁকসার মিনি বাজার এলাকায়। এই ঘটনায় একজন জনকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। অপর এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওই দুই জন বীরভূমের ইলামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।উদ্ধার হয়েছে ৪টি চুরি যাওয়া ছাগল। আটক করা হয় একটি ছোট গাড়ি।
স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি পুলিশের তারা খেয়ে কাঁকসার মিনিবাজারের কাছে ধরা পড়ে।ওই ছোট গাড়িতে করে কাঁকসার দোমড়া এলাকা থেকে চারটি ছাগল চুরি করে পালানোর চেষ্টা করে দুই যুবক।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পানাগড়ের দিকে মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে পালানোর সময় মিনিবাজার এলাকায় ধরা পড়ে এক জন ছাগল চোর।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।