তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বন বিভাগের পানাগড় রেঞ্জের অন্তর্গত কাঁকসা,বুদবুদ,এবং আউশগ্রাম এলাকার জঙ্গল কে আগুনের হাত থেকে রক্ষা করতে ঘন ঘন জঙ্গলের আশেপাশে জোরদার তল্লাশি শুরু করলো বন দফতরের কর্মীরা।পাশাপাশি কড়া নজরদারি শুরু করা হয়েছে। গত কয়েকদিনের জোরদার তল্লাশিতে শনিবার পর্যন্ত বেশ কিছু জঙ্গলের আসপাশ থেকে প্রচুর পরিমানে আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত লাইটার ও দেশলাই উদ্ধার করেছে বন কর্মীরা।
শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পানাগড়ের রেঞ্জার।তিনি জানিয়েছেন কিছু অসাধু মানুষ জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে।কি কারণে আগুন লাগাচ্ছে সেটা স্পষ্ট হয় নি।তবে জঙ্গলে আগুন লাগার ফলে জঙ্গলের মূল্যবান গাছ যেমন পুড়ে যাচ্ছে।তেমন ক্ষতি হোচ্ছে বন্য প্রাণীর।
তাই জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে ব্যানার পোস্টার লাগানোর পাশাপাশি গ্রামবাসীদের সচেতন করার কাজ চলছে।এছাড়াও অসাধু ব্যক্তিদের ধরতে জঙ্গল লাগোয়া গ্রামের স্থানীয় মানুষদের সহযোগিতা নেওয়া হোচ্ছে।গ্রামের মানুষেরা বন দফতরকে এই বিষয়ে পূর্ন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে বলে তিনি জানিয়েছেন।