তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে আজ সকালে কাঁকসার বাঁশ কোপা টোল প্লাজার কাছে দু'নম্বর জাতীয় সড়কের ওপর।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে একটি পিকআপ ভ্যান পানাগর থেকে দুর্গাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাসি আহত হয়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা জেরে জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনা ঘ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।