সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- আবাসে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সিপিআই(এম)-এর তরফে বহুলা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করল । এর আগে পঞ্চায়েত অফিসের সামনে সিপিআইএম কর্মী ও নেতারা বিক্ষোভ করেন।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে আবাসে দুর্নীতি প্রসঙ্গে সিপিআইএম নেতা প্রবীর মণ্ডল বলেন, আবাস যোজনায় রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে ।আবাস যোজনায় খনি অঞ্চল অন্ডাল ও পাণ্ডবেশ্বর এলাকায় বহু গরিব মানুষ যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম কোনও অজ্ঞাত কারণে বাদ পড়েছে। আবাস দুর্নীতি প্রসঙ্গে সিপিআই(এম) বহুলা পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করে।
এদিনের এই ঘটনা প্রসঙ্গে বহুলা পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিং বলেন, আমি পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোটের আগে লোককে দেখানোর জন্য সিপিআইএমের এই বিক্ষোভ। প্রধান এও বলেন রাজ্যে মানুষের জন্য কাজ করে তৃণমূল কংগ্রেস । তিনি বলেন সিপিআইএমের লোকেরা এসেছে স্মারকলিপি দেবেন সেটা তিনি গ্রহণ করবেন।