সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- খড় বোঝাই লরিতে আগুন ধরার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কুড়মুনে।আগুন ভস্মীভূত হয়ে যায় খড়বোঝাই লরিটিও।রবিবার বিকেলে কুড়মুন হাসপাতাল মোড়ের কাছে খড়বোঝাই লরিতে আগুন লাগে। দমকলে দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনা কেউ আহত হয়নি।এদিন খড়বোঝাই ট্রাকটি ভাতাড় থেকে হেমাতপুর মোড়ে দিকে যাওয়া সময় স্থানীয় বাসিন্দা ও টোটো স্ট্যাণ্ডেট চালকরা লরির পিছনে ধোঁয়া দেখতে পেয়ে লটিটিকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। দমকল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।