তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন আগে পানাগড়ের রেল পার ট্যাংকি তলায় বামেদের একটি সভা অনুষ্ঠিত হয়।সেই সভা মঞ্চ থেকে বাম নেতৃত্ব এলাকার মানুষকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অভিযোগ তুলে তারই প্রতিবাদে বুধবার বিকালে সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের।
পশ্চিম বর্ধমান জেলার কিষান খেত মজদুর সংগঠনের উদ্যোগে এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার সহ অন্যান্যরা।
জয়ব্রত বৈদ্য জানিয়েছেন বাম কর্মীরা বিভিন্ন এলাকায় মিছিল মিটিং করছে এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে।গত কয়েকদিন আগে তারা ট্যাঙ্কি তলা এলাকায় একটি সভা করেন। এই সভা থেকে তারা এলাকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেন। তারই প্রতিবাদে এলাকার মানুষকে সাথে নিয়ে তারা এই সভা করেন। এই সভায় জেলা নেতৃত্বের পাশাপাশি ব্লকের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।