তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লোহার স্ক্র্যাপ আয়রন পাচারের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত যুবকের নাম বিধান রায়।ধৃত যুবকের বাড়ি কাঁকসার ৩নম্বর কলোনি এলাকায়।ধৃত যুবককে আজ দুপুরে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোররাত্রে ওই যুবককে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাস স্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।ধৃত যুবকের কাছ থেকে প্রায় ৩৫ কেজি লোহার স্ক্র্যাপ আইরন উদ্ধার করে পুলিশ। এর পরই ওই যুবককে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।।