তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল তিনজন। ঘটনাটি ঘটেছে আজ ভোর রাত্রে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে তিনজন আরোহি ছোট গাড়িটিতে করে আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দু'নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দের উদ্ধার করে এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে আটক করে নিয়ে যায়। এবং যান চলাচল স্বাভাবিক করে।