সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ২ নম্বর জাতীয় সড়কে ধারে বস্তার গোডাউনে ভয়াভহ আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার বিকালে হঠাৎ বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় একটি বস্তার গোডাউনে আগুন লাগে, ভয়াভহ আগুনে আত্মঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
সেই সময় গোডাউনে কেউ না থাকায় হতাহত না হলেও গোডাউন টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে জানাগেছে। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকল।
গোডাউনের মালিক সুরেশ সাউয়ের অভিযোগ, তার গোডাউনের কর্মচারী প্রসেনজিৎ পাশোয়ান এই আগুন লাগিয়েছে। এর ফলে প্লাস্টিকের বস্তার গোডাউন টি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
গোডাউন মালিকের ছেলে টিংকু সাউ জানান, এক কর্মচারী তিনশো টাকা পেত। সে এই আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এর ফলে সত্তর থেকে আশি হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান টিংকু।