তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার ১১ মাইল এলাকা থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
আজ সকালে বালি বোঝাই ট্রাক্টরটি ১১ মাইল থেকে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে পানাগড় আসার পথে ট্রাক্টরের চালকের কাছে বৈধ চালান দেখতে চাইলে। চালক বৈধ চালান দেখাতে না পারায় ট্রাক্টরটিকে আটক করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে চালককে আটক করা না হলেও বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টরের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা করা হবে।