সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- স্থানীয় বেকারদের চাকরি ও এলাকায় পানীয় জলের দাবিতে খোলা মুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভের সামিল বাউরী সমাজের লোকেরা। মঙ্গলবার সকাল থেকেই পাণ্ডবেশ্বরের খোলামুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ বাউরি সমাজের।
বিক্ষোবের জেরে বন্ধ হয়ে যায় খোলামুখ খনির কাজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনা চলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি খনির কারণে এলাকায় বাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও, এলাকায় জলের স্তর নেমে যাওয়ায় গ্রীষ্মের আগেই জল কষ্ট দেখা দিয়েছে।
দাবি করেন এলাকার বেকার যুবকদের খনিতে চাকরি দিতে হবে পাশাপাশি এলাকায় জলের সমস্যার সমাধান করতে হবে খনি কর্তৃপক্ষকে। অবশেষে পাণ্ডবেশ্বর বিধায়কের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।