তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাজের দাবিতে কারখানার গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসলো বাইশ জন শ্রমিক।সোমবার সকাল থেকে কারখানা খোলার দাবিতে কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।কাঁকসা মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেড নামের ওই বেসরকারি কারখানাটি গত তিন মাস ধরে বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ।যার কারণে কর্মহীন হয়েছেন এলাকার ২২ জন শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ তিন মাস ধরে তাদের কাজ নেই। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অনটনের মধ্যে পড়েছেন শ্রমিকরা।এদিন শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শ্রমিকদের পাশে দাঁড়ায় তৃণমূল শ্রমিক সংগঠন।
কাঁকসা ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন রায় জানিয়েছেন তারা শ্রমিকদের সমস্ত দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।কিন্তু কারখানা কর্তৃপক্ষর তরফ থেকে কোনরকম তারা সদুত্তর পাননি।যাতে আগামী দিনে শ্রমিকদের কাজের ব্যবস্থা হয় এবং কারখানা যাতে পুনরায় খোলা যায় সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা কারখানা খোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।