Type Here to Get Search Results !

কাঁকসায় সৌর বিদ্যুৎ চালিত সাব মার্সিবেল পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় সোমবার সকাল ১১টায় কাঁকসার ফারাকী ডাঙ্গা গ্রামে ৪২টি সৌর বিদ্যুৎ চালিত সাব মার্সিবেল পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার।









এদিন প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম, গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়জিৎ মন্ডল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।








সমীর বিশ্বাস জানিয়েছেন সাব মার্সিবল পাম্প উদ্বোধন হওয়ার ফলে এলাকার কৃষকদের অনেকটাই সুবিধা হলো।যে সমস্ত জমিতে বছরে একবার ফসল ফলতো সেই সমস্ত জমিতে এবার ধান চাষের পাশাপাশি নানান শাকসবজি চাষ করা হবে।







যেহেতু কাঁকসা কৃষক বাজার সামনেই রয়েছে তাই কৃষকরা সহজেই তাদের উৎপাদিত ফসল কৃষক বাজারে বিক্রি করে ভালো লাভের মুখ দেখতে পারবেন। সাব মার্শিবল পাম্প উদ্বোধন হওয়ায় খুশি এলাকার কৃষকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad