তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রয়াত তৃণমূল কর্মী অজয় সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো পানাগড় বাজারের কমিউনিটি হলে। রবিবার বিকালে এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, চিন্ময় মন্ডল, রমেন্দ্রনাথ মন্ডল,তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার, তৃণমূলের জেলা আদিবাসী সেলের সভাপতি মঙ্গল টুডু সহ ব্লকের তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিন প্রয়াত তৃণমূল কর্মী অজয় সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা।কাঁকসা ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী জানিয়েছেন।
চলতি মাসের গত ১০ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূলের কর্মী অজয় সরকারের। কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন তিনি।পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক নির্বাচনে তিনি দলের হয়ে কাজ করেছেন।তাকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তার আত্মার শান্তি কামনা করেছেন সকলে।