তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরামানিকের ওপর হামলার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রবিবার রাজ্যজুড়ে বিজেপির থানা ঘোরাও কর্মসূচি পালন করা হয়।
সেইমতো রবিবার দুপুর দেড়টা নাগাদ কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন কাঁকসা হাটতলা থেকে মিছিল করে এসে কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিক্ষোভের পাশাপাশি এদিন কাঁকসা থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ কাঁকসা দু'নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা।