তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম রাজা খান। ধৃত ব্যক্তির বাড়ি কাঁকসা থানার অন্তর্গত মুচিপাড়া এলাকায়।ধৃত ব্যক্তিকে রবিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিকে শনিবার রাত্রে কাঁকসা থানার পুলিশ কাঁকসার আমলা জোড়া এলাকার বড় ক্যানেলের পাড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।ধৃত ব্যক্তি কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।