সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-একেবারে সাজো সাজো রব। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাঠ জুড়ে চলছে মণ্ডপ সাজানোর কাজ। রীতিমত যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সভার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জেলার ৬৫ টি বিভিন্ন প্রকল্পের শিল্যানাশ করবেন।পাশাপাশি তিনি ৬৮ টি নতুন প্রকল্পের উন্মোচন করবেন।উপভোক্তাদের২৭ টি পরিষেবা প্রদান করবেন গোদার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা পরিষদের সহসভাধিপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, দুপুর ১ টায় সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। মাঠে এক লক্ষ মানুষ ঢুকবেন। সেই রকম পরি কাঠামোর বন্দবস্ত করা হয়েছে।
দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকরা মাঠে গিয়ে কাজের তদারকি ও দেখভাল করছেন।