সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ২ ফেব্রুয়ারি বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতে।তাই বর্ধমান শহর জুড়ে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় বর্ধমান শহরের উপকন্ঠে গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শহরের নাগরিকদের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন কর্মীদের নিষেধাজ্ঞা বিষয়ে জানানো হচ্ছে।
সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত---
(১) বর্ধমান স্টেশনের উড়ালপুল ( ROB) থেকে নবাবহাট মোড়।
(২) গোলাপবাগ মোড় থেকে মোহনবাগান মাঠ ভায়া বিধানচন্দ্র স্টাচু। (৩)আঁজিরবাগান থেকে মোহনবাগান মাঠ ভায়া উত্তরফটক |
(৪)বর্ধমান স্টেশনের উড়ালপুল ( ROB) থেকে তেলীপুকুর ভায়া বীরহাটা।
এই রুট গুলিতে কোনোরকম টোটো, মোটরভ্যান ও রিক্সা চলবে না। কোনো টোটো ও মোটরভ্যান জাতীয় সড়কে উঠবে না।এর পাশাপাশি জিটি রোডের দু'পাশে কোনোরকম পণ্যবাহী যান, চারচাকা ও মোটরসাইকেল রাখা যাবে না।