সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- চালু হবার কয়েকদিনের মধ্যে হুড় মুড়িয়ে ভেঙে পড়ল ডিভিসি সেচ ক্যানেলের কাঠের সেতু। আর তাতেই একটা আস্ত চাল বোঝাই লরি জলের তলায় পড়লো। বরাত জোরে বেঁচে যায় লরিতে থাকা চালক ও খালাসি। চালক ও খালাসি কোনক্রমে গাড়ি থেকে বেড়িয়ে জলে সাঁতার কেটে পাড়ে ওঠেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়।
কাঠের সেতু নির্মাণে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার রাইসমিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। তাদের প্রশ্ন চাল বোঝাই গাড়ির জায়গায় বাস হলে কি হত। ঘটনার তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার সন্ধ্যা আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান গলসির পারাজে। দুর্ঘটনার জেরে জলের নিচে তলিয়ে যায় কয়েকশো বস্তা চাল। চালক সেখ হাসিবুল জানিয়েছেন তিনি ব্রিজের উপরে লরিটি তুলতেই হুডমুড়িয়ে ভেঙে পরে সেতুটি। তিনি ও খালাসি বরাত জোরে বেঁচে ফিরেছেন। তার দাবি সেতু ঠিক মতো তৈরি না করায় এই বিপত্তি। সেতু নির্মাণে গাফিলতির হয়েছে বলে দাবী তুলেছেন স্থানীয়রা। এলাকার রাইস মিলের মালিকরাও সেতু নির্মাণে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন ।
পারাজের মূল সেতুটি রুগ্ন হওয়ায় তাতে পণ্যবাহী গাড়ি যাতায়াত নিষিদ্ধ করেছে প্রশাসন। তারপরই ওই কাঠের অস্থায়ী সেতুটি নির্মাণের উদ্দ্যোগ নেওয়া হয়। সেইমতো কয়েকমাস আগেই অস্থায়ী সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। কয়েকদিন আগে অস্থায়ী কাঠের সেতুটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।