সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিছিল করল বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ। শুক্রবার বিকেলে বর্ধমানের কার্জনগেট থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় রাজবাটীতে। অধ্যাপক ; ছাত্র; শিক্ষাকর্মী; অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষেরা এদিনের মিছিলে ছিলেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের পক্ষে অনির্বাণ রায়চৌধুরী জানান; গোটা রাজ্যেই শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতি চলছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একের পর এক অভিযোগ উঠে আসছে।২১ সালের পর ন্যাকের অনুমোদন নেই। দুরশিক্ষা বিভাগ কার্যত ধুঁকছে। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি দখল করে নিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। নিয়োগ দুর্নীতি নিয়ে নাম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন আধিকারিক এমনকি উপাচার্যের। রেজাল্ট নিয়ে একুশ কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। এসব নিয়ে বামপন্থী ছাত্র সংগঠন লড়াই করেছে।কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে নিয়ে এই মঞ্চ তৈরি করা হয়েছে।
তারা মনে করছেন ; বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে সবাই মিলে পথে নামতে হবে।ভবিষ্যতে শিক্ষার স্বার্থে তারা আবার পথে নামবেন।লড়াই করবেন।