সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- মোবাইল চুরির ঘটনা এখন প্রায়ই ঘটে।শখের ও কাজের মোবাইল চুরি হয়ে গেলে স্বাভাবিকভাবে মন বিষন্ন হয়ে পড়ে। অনেকে আবার অসাবধানতার কারণে মোবাইল ফোন হারিয়েও ফেলেন।
শনিবার বর্ধমান জিআরপি বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল। আসানসোল জিআরপির ডিএসপি উজ্জ্বল দাস বলেন, পূর্ব বর্ধমান জেলা নয়,পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিহারের বাসিন্দাদের মোবাইল হারিয়ে গেলে বর্ধমান জিআরপিতে জানান। এদিন ৫৫ টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।