সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- স্কুল বিল্ডিংয়ের ছাদের কার্নিশের চাঙর খসে পড়ায় জখম হল এক পড়ুয়া। আহত পড়ুয়ার নাম রাম্পা চন্দ্র বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের প্রাথমিক বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
আহত ছাত্রীকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মাথায় চারটি সেলাই পড়ে। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার স্কুল ছুটি হওয়ার সময় স্কুলের মেনগেটের ভেতর বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে ছিল রাম্পা। তখনই হঠাৎ করে ছাদের কার্নিশে চাঙর ছেড়ে তার মাথায় পড়ে। সে জখম হয়।
আহত ছাত্রীর পরিবার দাবি করেন স্কুল বিল্ডিংয়ের কার্নিশের অবস্থা অত্যন্ত খারাপ যত শীঘ্র এগুলো ঠিক না করলে আজ আমার মেয়ের উপর হয়েছে ভবিষ্যতে অন্য কারো খুব বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ যত শীঘ্র এগুলো মেরামত করা হোক।
যদিও প্রধান শিক্ষক বলেন দুর্ঘটনা ঘটার পরই আমরা তড়িঘড়ি জখম ছাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। সে এখন অনেকটাই সুস্থ আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনার না ঘটে, তার জন্য তড়িঘড়ি স্কুল বিল্ডিং সারিয়ে দেওয়া হবে।