সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আজ যুগপুরুষ মহামানব স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা দেশজুড়ে স্বামীজির ১৬০ তম জন্মদিবস পালিত হলো। দিনটি একটি সুন্দর পরিচ্ছন্ন 'বিবেক র্যালীর' আয়োজন করলো রথতলার দ্য আইডিয়াল এডিফিকেসন।
সংস্থার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে এদিন বিকালে বিবেক চেতনার পদযাত্রাটি শুরু হয় কাঞ্চননগর রথতলা থেকে। কাঞ্চননগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পদযাত্রাটি যায় কঙ্কালেশ্বরী কালি মন্দিরের কাছে যায়। প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে এই পদযাত্রা দেখতে মানুষের উৎসাহ লক্ষ্য করা গেছে।
সংস্থার অন্যতম কর্মকর্তা সৃজা দাস বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য ছিলো বিবেকানন্দের মূল্যবোধ কে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং চেতনার উদ্ধুদ্ধ করা। ছাত্রছাত্রীরা আরো বেশি করে বিবেকানন্দকে জানুক। তাঁর সম্পর্কে আগ্রহ বাড়াক তারা এটাই আমাদের আজকের উদ্দেশ্য।
উল্লেখ্য, এদিনের পদযাত্রায় যেসমস্ত বিবেকানন্দের উপর পোষ্টার, বাণী, ছবি সবই ছাত্রছাত্রীরা নিজেদের হাতে করেছে। অনেকে স্বামীজির মতো পোষাক পড়ে সেজে এসেছিলো।