ফের যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়লো পূর্ব বর্ধমানের ভাতারে। শুক্রবার বর্ধমান থেকে কাটোয়াগামী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস চাকা ফেটে উল্টে যায়। ভাতারের পাটনা ও ভুমসোরের মাঝে বাসের সামনের ডান দিকের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে।রাস্তার পাশে নয়নজুলিতে বাসটি উল্টে যায়।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
দুর্ঘটনায় ১০ জন যাত্রী জখম হয়। জখম যাত্রীদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী নজরুল হক জানান বাসে ৪০ জনের মত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে এগিয়ে আসে খবর পেয়ে ভাতার থানার পুলিশ আসে দুর্ঘটনাস্থলে।