তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে মাঠে নেমে কয়েক পাল্টি খেলো ছোট গাড়ি। দুর্ঘটনায় ২জন গুরুতর আহত হয়।বাকি ৩জন অল্প বিস্তর আহত হয়।ঘটনাটি ঘটেছে আজ দুপুর ৩টে নাগাদ পানাগড় গ্রাম সংলগ্ন এলাকায় দু নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
প্রতক্ষদর্ষিরা জানিয়েছেন একটি ছোট গাড়ি দুর্গাপুর থেকে পানাগড় আসার সময় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে নেমে কয়েক পাল্টি খায়।গাড়িতে দুই মহিলা ও ৩জন পুরুষ ছিলো। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে সকলকে হাসপাতালে পাঠায়। ১জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।