তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হলো কাঁকসার ক্যানেল পাড়ে।কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে কাঁকসার ক্যানেলপারে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান কাঁকসা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ কোনার, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
দেবদাস বক্সী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা সমস্ত মনীষীদের শ্রদ্ধা জানাচ্ছেন।সেই মত আজ তারা স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে স্বামী বিবেকানন্দের বাণী ও তার চিন্তাধার এলাকায় নানান অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।