সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমানে পড়ল ' আম আদমি পার্টির পোস্টার। বৃহস্পতিবার সকালে শহরের পুলিশ লাইন; ইন্দ্রকানন ; জেভিয়ার্স রোডের আম আদমি পার্টির কিছু পোস্টার দেখা যায়। আর এই নিয়েই আবার রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গেছে। বর্ধমানে ওই দলের তেমন সংগঠন নেই। বিজেপি এবং শাসকদলের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করা হয়েছে ভোট কাটার চেষ্টার অভিযোগ তুলে।
![]() |
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
বিজেপির জেলা মুখপাত্র মৃত্যুঞ্জয় চন্দ্র জানান ; 'কোনো রাজনৈতিক দল পোস্টার মারতেই পারে। বিজেপির সাথে আম আদমি দলের কোনো মিল নেই৷ ভাব আছে তৃণমূল কংগ্রেসের সাথে। বিজেপির সমর্থন বাড়ায় ভয় পেয়ে এইসব ঘুরপথের কার্যকলাপ। শাসকদল আম আদমি বা সি পি এমকে অক্সিজেন যোগাতে চাইছে।'
তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের সুর আবার উলটো। তার কথায়' ওদের মাথা খারাপ হয়ে গেছে।পোস্টার কেউ মারতেই পারে। যাদের শহরে কোনো লোকজনই নেই এটা তাদের পোস্টার। কিছু রাজনৈতিক দল যারা ভয়ে মাঠে নামতে পারছে না তারাই ঘরে বসে এইসব কাজ করছে।