সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই মনোমালিন্য ও অশান্তি হত। বিয়ের এক মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বধূ। মৃতার নাম প্রিয়া দাস(১৮)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামে। প্রিয়ার বাবার বাড়ি মঙ্গলকোটের নতুনহাট এলাকায়।
বিজ্ঞাপন:- AIS 140 GPS TRACKER এর ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন :- 79037 42316 / 62949 76213 |
মাসখানেক আগে দেখাশোনা করে ভাতারের বড়বেলুন গ্রামের যুবক প্রশান্ত দাসের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। মঙ্গলবার রাতে বড়বেলুন গ্রামের তাঁর শ্বশুরবাড়ি থেকে প্রিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্বামী প্রশান্ত দাস প্রতিদিনের মতো রংয়ের কাজে গিয়েছিলেন।সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। পাড়া-প্রতিবেশীদের ডেকে দরজা খুলতেই প্রিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান।
এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভাতার থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতার পরিবারের দাবি তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। ভাতার থানার এক পুলিশ অফিসার জানান,এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।