তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার পানাগর গ্রাম থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করল বনদপ্তর এর আধিকারিকরা।সোমবার বিকালে পানাগর গ্রামের শিশুরা খেলার সময় দুটি বিষধর সাপকে দেখতে পায়। এর পরেই তারা গ্রামের মানুষকে খবর দিলে গ্রামের মানুষ ছুটে আসেন।
ঘটনা চাউর হতেই এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।দুটি বিষধর সাপ কিভাবে এলাকার মধ্যে ঢুকে পড়ল তা কারোর জানা নেই।তবে স্থানীয়দের তৎপরতায় বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন সাপ দুটি পূর্ণবয়স্ক এবং অত্যন্ত বিষধর। তবে বিকালে শিশুরা খেলার সময় সাপের কামড় খেলে বড়সড় বিপদ ঘটতে পারতো।